বাড়িপ্রধান খবরনাশকতা-সহিংসতার বিরুদ্ধে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচি

নাশকতা-সহিংসতার বিরুদ্ধে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচি

14 dol

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ অবরোধ-হরতালের নাশকতা-সহিংসতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন ১৪ দল।

বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে আগামী ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিবাদ সমাবেশ করা হবে। সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শান্তি ও গণতন্ত্রের স্বপক্ষে মানববন্ধন করবে ১৪ দল। এছাড়া আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করবে ১৪ দল।

১৪ দলের শরীক জাসদ ৭ ফেব্রুয়ারি সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করবে। ১০ ফেব্রুয়ারি সমাবেশ করবে ওয়াকার্স পার্টি। ১৩ ফেব্রুয়ারি অনুরূপ সমাবেশ করবে সাম্যবাদী দল। ঢাকাসহ সারাদেশে এসব কর্মসূচি পালিত হবে।

জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ১৪ দলের এ বৈঠকে সভাপতিত্ব করেন । বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img