বাড়িপ্রধান খবরনাশকতায় অর্থের উৎস জামায়াতে ২০-২২টি প্রতিষ্ঠান

নাশকতায় অর্থের উৎস জামায়াতে ২০-২২টি প্রতিষ্ঠান

Jamat_B_Logo_452003713

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি হরতালে সারা দেশে নাশকতায় অর্থ যোগান দিচ্ছে  জামায়াতে ইসলামীর ২০-২২টি প্রতিষ্ঠান এমনটায় জানিয়েছে ডিবি পুলিশ।

দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে বিএনপি জোটের নেতা-কর্মীদের দেখা  না মিললেও যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ গণপরিবহনে চলছে চোরাগোপ্তা পেট্রল বোমা হামলা। এসব নাশকত চালাচ্ছে দলীয় কর্মীর পাশাপাশি ভাড়াটেরা।

আর এসব কাজে অর্থের যোগান দিচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে যুক্ত আছেন জামায়াতে ইসলামির নেতারা বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ।

অর্থের যোগান বন্ধ করা গেলে খুব শিগগিরই নাশকতা থেমে যাবে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানিয়েছেন সংগঠিত অপরাধের দায় এনে এসব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক বলে জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img