বাড়িপ্রধান খবরনাশকতার হুকুমদাতা-অর্থদাতাদের কঠোর বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাশকতার হুকুমদাতা-অর্থদাতাদের কঠোর বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

Hasina-02-1424584486

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দেশে চলমান  নাশকতার হুকুমদাতা ও অর্থ সরবরাহকারীসহ বোমা হামলায় জড়িতদের কঠোর বিচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আইনমন্ত্রণালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

দেশের জনগণ ও বিদেশিদের সমর্থন হারিয়ে পেট্রোল বোমার পরিবর্তে বিএনপি-জামাত গ্রেনেড হামলা করে মানুষ হত্যার পরিকল্পনা করছে বলে জানান প্রধানমন্ত্রী।

টানা দ্বিতীয় বার সরকার গঠনের পর কর্মকাণ্ডের খোঁজ নিতে এ পর্যন্ত ৩৮টি মন্ত্রণালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় রোববার আইন মন্ত্রনালয় পরিদর্শনে যান তিনি।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় স্বাধীনতা যুদ্ধে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি সেনাদের নির্যাতন, গণহত্যার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১১ হাজার যুদ্ধাপরাধীর বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন। কিন্তু পঁচাত্তরে তাকে হত্যার পর পরবর্তী সরকার সেসব যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে।

বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিচারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে আর দেশ হবে অভিশাপমুক্ত।

বর্তমানে দেশের পরিস্থিতি উল্লেখ করে বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও সক্রিয়। একত্তরের মতোই মানুষ পুড়িয়ে হত্যা করছে। দেশ-বিদেশের সমর্থন হারিয়ে এখন গ্রেনেড দিয়ে মানুষ হত্যার পরিকল্পনায় নেমেছে বিএনপি-জামাত।

এ সময় বোমাবাজদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের নির্দেশ দেন তিনি।

পঁচাত্তরে নিজের পরিবার হারিয়ে সুবিচারের জন্য তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে উল্লেখ করে সাধারণ মানুষকে যাতে এ পরিস্থিতে না পড়তে হয় যাতে ন্যায় বিচার পায়, সেদিকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের বিচারব্যবস্থা আরও স্বচ্ছ ও অসহায় দরিদ্র মানুষের জন্য লিগ্যাল এইড সার্ভিসকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img