বাড়িরাজনীতিনারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা ও তৃণমুল বিএনপির মনোনিতপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা ও তৃণমুল বিএনপির মনোনিতপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সময় সংবাদ BD ঢাকা || রাজনীতি || সুমন রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও তৃণমুল বিএনপির মনোনিত প্রার্থী অ্যডভোকেট তৈমুর আলম খন্দকার। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ফয়সাল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মাহামুদুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এসময় গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে আমরা সকলে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কোন প্রকার ঝামেলা বা নির্বাচনী আচরনবিধি লঙ্গণকরা যাবেনা। বঙ্গবন্ধু শেখ মজিবুরের রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন আর উন্নয়ন করেছে। গত ১৫ বছরে আমি রূপগঞ্জকে পরিবর্তন করতে পেরেছি। সাধারন মানুষকে সময় দিয়েছি। বিপদে আপদে পাশে থেকেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখানে দলকে শক্তিশালী ও সু-সংগঠিত করেছি। আমি শতভাগ আশাবাদী রূপগঞ্জের মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ আসনটি আবারো জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। মনোনয়নপত্র দাখিলের পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপি যারা করে সকলে গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না। প্রশাসনকে অনুরোধ করবো আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হয়ে যেতে পারে।তিনি আরও বলেন, আমরা সকলে মিলে দেশকে রক্ষা করতে চাই। দেশটাকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন তিনি সুষ্ঠু করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট রক্ষা করবে আমি বিশ্বাস করি। তিনি যদি এটা রক্ষা করতে না পারেন তাহলে যে সংকট হবে এ সংকটের প্রধান ভিকটিম প্রধানমন্ত্রী নিজে হয়ে যাবেন।উপজেলা সহকারী রির্টারিং অফিসার ফয়সাল হক জানান, বুধবার বিকেল পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জাতীয় পার্টির সাইফুল ইসলাম, জাকের পার্টির যুবায়ের আলম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা পাপ্পা, হাবিবুর রহমান হাবিব, জয়নাল হাজারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজ উদ্দিন মোল্লা। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img