স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খেলনা পিস্তল, পুলিশের ব্যবহৃত লাঠি সহ দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আটকরা হলেন-ঢাকার শ্যামপুর এলাকার রাসেল (২৭) ও সজীব (২৮)।
মঙ্গলবার দুপুর ১টায় ফতুল্লার পোস্ট অফিস রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময়ে মোটরসাইকেলে থাকা ওই দু’জনকে আটক করা হয়। পুলিশ পরিচয়ে চক্রটি বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল।