বাড়িজাতীয়নারায়ণগঞ্জে ট্রেনে আগুন

নারায়ণগঞ্জে ট্রেনে আগুন

train

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে থেমে থাকা অবস্থায় একটি ট্রেনের দু’টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার  রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এসে পৌঁছায়।

রাত ১১টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, এ সময়ের মধ্যে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় পেছনের দু’টি বগিতে কে/কারা আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বগিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজালাল  জানান, রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জিআরপি পুলিশ ও আনসার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img