সময় সংবাদ বিডি,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় একটি চালবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এ ঘটনায় চালক ও হেলপার দুইজনই অগ্নিদগ্ধ হন।
শনিবার সকালে ৬টার দিকে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ট্রাকটিতে হামলা চালায় দুর্বৃত্তরা।
আহত ট্রাক চালক বাদশা মিয়া (৪০) ও হেলাল মিয়াকে (৩৮) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চাঁন টেক্সটাইল এলাকায় একটি চালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো: ট ১৪-৩০২৯) পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।
পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হন ট্রাকচালক ও হেলপার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন এ খবর নিশ্চিত করেন।