স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। এছাড়া, পাচারকারীদের বহনকৃত একটি ট্রলার জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-৭ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এএসপি দেলোয়ার সময় সংবাদ বিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।