পাপন বসাক, নাটোর প্রতিনিধি
ঢাকাঃ নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে আজ মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে শহরের আলাইপুর উপশহর এলাকায় তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।
নাটোর জেলা জামায়াতের প্রচার সেক্রটারী আতিকুল ইসলাম রাসেল জানান, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, হরতাল ও অবরোধে শহরে নাশকতামুলক কর্মকান্ডের হুকুমদাতা ও পুলিশের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।