বাড়িপ্রধান খবরনাটোর জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেফতার, বৃহস্পতিবার হরতাল

নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেফতার, বৃহস্পতিবার হরতাল

Natore Dist.Jamat Secretary Arrest Pic Date 03.02.2015

পাপন বসাক, নাটোর প্রতিনিধি
ঢাকাঃ নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে আজ মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে শহরের আলাইপুর উপশহর এলাকায় তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।
নাটোর জেলা জামায়াতের প্রচার সেক্রটারী আতিকুল ইসলাম রাসেল জানান, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, হরতাল ও অবরোধে শহরে নাশকতামুলক কর্মকান্ডের হুকুমদাতা ও পুলিশের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img