পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাশকতা মোকাবেলার পদক্ষেপ হিসেবে নাটোরের মহাসড়কসহ ৩৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ৩৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মোতায়েন করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব অবস্থানে থাকতে বলা হয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশীদ সময় সমগবাদ বিডি ডট কমকে জানান, ঝুঁকিপূর্ণ ৩৩টি পয়েন্টের মধ্যে ১১টির অবস্থান নাটোর সদর উপজলায়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নির্দেশে নাটোর জেলায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করার লক্ষ্যে তাদের মোতায়েন করা হয়েছে। জেলার ৩৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ১২ জন করে মোট ৩৯৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে ভাগ হয়ে প্রতিটি ৮ ঘণ্টার শিফটে ৪ জন করে একসঙ্গে দায়িত্ব পালন করবেন।