পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাশকতা প্রবণ এলাকা আহম্মদপুরে সহিংসতা রোধের বিষয়ে শান্তি সমাবেশ করেছে রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলার শীর্ষ কর্মকর্তারা।
সোমবার দুপুরে আহম্মদপুর এম. এইচ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বলেন, চলমান হরতাল-অবরোধ ভোঁতা হয়ে গেছে, এতে সাধারণ জনগনের সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, আন্দোলন হওয়া উচিৎ জনগনের স্বার্থে, কিন্তু বর্তমান আন্দোলন হচ্ছে কৃষি, শিল্প তথা দেশকে ধ্বংশ করার। জনগন এই আন্দোলন প্রত্যাখান করেছে। তাই জনমনে ভয় সৃষ্টির জন্য মাঝেমধ্যে যানবাহনে হামলা করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।
নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি, রাজশাহী) ইকবাল বাহার চৌধুরী, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জিএস কর্ণেল আদিল চৌধুরী, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল ফেরদাউস শাহাব, র্যাব-৫ রাজশাহীর পরিচালক লে. কর্ণেল মাহবুব আলম, এনএসআই এর যুগ্ম পরিচালক রাজশাহী অঞ্চল গোলাম মোক্তাদির, নাটোরের পুলিশ সুপার বাসুদের বণিক, আনসার ভিডিবির এডি আব্দুর রশিদ। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সম্পাদক মিজানুর রহমান, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসহাক আলী, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ।
এসময় দর্শক সারি থেকে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন অধ্যক্ষ আসাদুজ্জামান, এএইচএম কামাল, আব্দুল লতিফ প্রমূখ।