পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ হরতাল অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা, নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সরকার সমর্থক বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বাস মালিক সমিতি, ব্যবসায়ী ও সামাজিক প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা সহিংসতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানায়।