পাপন বসাক, নাটোর প্রতিনিধি-
ঢাকাঃ নাটোরে সবজি বোঝাই ট্রাকে ককটেল নিক্ষেপের ঘটনায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাক চালক আলমগীর হোসেন (৪২), তার সহকারী জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ব্যবসায়ী শুকুর আলী (৩২)।
আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম ও আব্দুস শুকুরকে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও অপর আহত আলমগীরকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ আবুল কালাম আজাদ জানান, ভর্তি হওয়া দুই জনের মুখমণ্ডল ও মাথায় আঘাত লেগেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী থেকে একটি সবজি বোঝাই ট্রাক ঢাকার উদ্যেশ্যে যাচ্ছিল। পথে নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে কয়েকজন দূর্বৃত্ত ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ওই ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আলমগীর ও আব্দুস শুকুর আহত হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মিজানুর রহমান (২৪) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে সানোয়ার হোসেন (৩২) আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।