বাড়িব্রেকিং নিউজনাটোরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

নাটোরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

Natore BNP disorder 16.02.15_xvid

পাপন বসাক, সময় সংবাদ বিডি-

নাটোরঃ ২০ দলের টানা অবরোধের পাশাপাশি চলতি সপ্তাহের হরতালের সমর্থনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতা-কর্মীরা।

সোমবার সকালে শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে রাস্তায় টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে নেতা-কর্মীরা।

এদিকে পুলিশি নিরাপত্তায়  নাটোর থেকে দূরপালার ও অভ্যন্তরীণ সড়কে বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক সময় সংবাদকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img