পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরে অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও আহম্মেদপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলার মামলায় নাটোর সদর উপজেলার লক্ষ্মিপুর খোলাবাড়িয়া বাজার থেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে র্যাব-৫।
নাটোর থানা, লালপুর থানা ও বাগাতিপাড়া থানার বিভিন্ন এলাকায় বুধবার রাতে থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের মধ্যে নাটোর থানার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১ নেতা ও ৪ কর্মী, লালপুর থেকে শিবিরের ১ কর্মী ও বাগাতিপাড়া থেকে বিএনপির ১ কর্মীকে আটক করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানে তাদের আটক করা রয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।