বাড়িরাজশাহীনাটোরে বরযাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ

নাটোরে বরযাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ

images

সময় সংবাদ বিডি,নাটোর:

জেলার বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর বাজারে বরযাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক আহত হয়।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নাটোর-পাবনা-খুলনা মহাসড়কের রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, সন্ধ্যায় বগুড়া থেকে চুয়াডাঙ্গাগামী সজনী পরিবহনের (চুয়াডাঙ্গা জ ১১-৩০৭) বরযাত্রীবাহী একটি বাস নাটোর-পাবনা-খুলনা মহাসড়কের রাজাপুর বাজারে এলে দুর্বৃত্তরা বাসটিতে একটি ককটেল নিক্ষেপ করে।

এতে বাস চালক চুয়াডাঙ্গা সদরের গেদারগঞ্জের হাসানবুড়ার ছেলে মতিউর রহমান (৪০) সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বাসটি গন্তব্যস্থলের উদ্দেশে রওয়ানা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img