পাপন বসাক,সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরে ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোর সার্কেল। সোমবার দুপুরে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাবনার আটঘড়িয়া গ্রামের কছিমুদ্দিনের ছেলে মাইনুদ্দিন, রাজশাহীর বাঘা উপজেলার আবুল কালামের মেয়ে কামরুন্নাহার ও পুঠিয়া আড়ানীর জয়নাল আলীর মেয়ে রমা খাতুন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোর সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সময় সংবাদ বিডিকে বলেন, দুপুরে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশীর সময় রাজশাহী থেকে ঢাকাগামী রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লশীকালে বাসের দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহ হয়।
এসময় তাদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর ও পাশের এক যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।