বাড়িজাতীয়নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Natore Road Accident One Dead-04.03.15_xvid 001

পাপন বসাক, সময় সংবাদ বিডি-

নাটোরঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রীজ এবং মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান সময় সংবাদ বিডি ডট কমকে জানান, সাভার সেনানিবাস থেকে সেনা ট্র্যাঙ্ক লড়ির একটি বহর যশোর সেনানিবাসে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রীজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মাছবাহি মিনি ট্রাকের সাথে একটি লড়ির সংঘর্ষ হয়।এতে চাপা পড়ে মিনি ট্রাক চালক আব্দুল মমিন (২৬), ব্যবসায়ী রায়হান আলী (৩০), চালকের সহকারী হাবিবুর রহমান (৩২) গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুল মমিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সড়কের মানিকপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুভা বেগম (৫০) নামে এক পথচারী নিহত হন। তিনি মানিকপুর গ্রামের আনসার আলীর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী সময় সংবাদ বিডি ডট কমকে জানান, মহাসড়ক দিয়ে ড্রাম ট্রাকে মাটি বহনের ফলে হাল্কা বৃষ্টিতেই সড়কে কাদা হয়ে পিচ্ছিল হয়ে পড়েছে। এর ফলে সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা, লাথুরিয়া, পারকোল ও মানিকপুর এলাকায় দূর্ঘটনা ঘটে।

এতে পারকোল ও মানিকপুরে দুজনের প্রাণহানি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img