পাপন বসাক,সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরে আব্দুস সালাম (৫০) নামের এক বেকারি ব্যবসায়ী গুলি করেছে দুর্বৃত্তরা। নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আব্দুস সালাম শহরের মল্লিকহাটি মহল্লার মৃত কালু প্রামানিকের ছেলে ও ফেন্সী বেকারীর স্বত্ত্বাধিকারী।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা সময় সংবাদ বিডিকে জানান, আব্দুস সালাম দুপুরে শহরের মল্লিকহাটি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বাজারের যাওয়ার সময় পথে কয়েকজন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।