বাড়িব্রেকিং নিউজনাটোরে অবরোধ ও হরতালের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মিছিল

নাটোরে অবরোধ ও হরতালের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মিছিল

Natore Lati-bashi Missil & somabesh-16.02.15_xvid 001

পাপন বসাক, সময় সংবাদ বিডি-

নাটোরঃ নাটোরের স্টেশন বাজার এলাকায় ব্যবসায়ীরা লাঠি-বাঁশি নিয়ে চলমান অবরোধ, হরতাল ও চাঁদাবাজীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মিছিল-সমাবেশ করেছে।

সোমবার দুপুরে ব্যবসায়ীরা একযোগে বাঁশি বাজিয়ে ও লাঠি হাতে রাস্তায় নেমে আসেন।

পরে তাঁরা একত্র হয়ে স্টেশন বাজার থেকে তেবাড়িয়া সড়কে লাঠি মিছিল করেন। মিছিল শেষে রেল গেট মোড়ে ব্যবসায়ীরা সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্যদেন লাঠি-বাঁশি সমিতির ১নং ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ ও ২ নং ইউনিটের সভাপতি জহির সরকার।

বক্তারা বলেন, বর্তমানে বিরোধী দলের লাগাতার হরতাল ও অবরোধে নাটোরে চাঁদাবাজী তথা সন্ত্রাসের দৌরাত্ব বেড়েই চলেছে। ফলে তারা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করে দোকান-পাট বন্ধ না রেখে সন্ত্রাস প্রতিরোধে লাঠি হাতে নিয়ে বাশিঁ বাজিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img