পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরের স্টেশন বাজার এলাকায় ব্যবসায়ীরা লাঠি-বাঁশি নিয়ে চলমান অবরোধ, হরতাল ও চাঁদাবাজীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মিছিল-সমাবেশ করেছে।
সোমবার দুপুরে ব্যবসায়ীরা একযোগে বাঁশি বাজিয়ে ও লাঠি হাতে রাস্তায় নেমে আসেন।
পরে তাঁরা একত্র হয়ে স্টেশন বাজার থেকে তেবাড়িয়া সড়কে লাঠি মিছিল করেন। মিছিল শেষে রেল গেট মোড়ে ব্যবসায়ীরা সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্যদেন লাঠি-বাঁশি সমিতির ১নং ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ ও ২ নং ইউনিটের সভাপতি জহির সরকার।
বক্তারা বলেন, বর্তমানে বিরোধী দলের লাগাতার হরতাল ও অবরোধে নাটোরে চাঁদাবাজী তথা সন্ত্রাসের দৌরাত্ব বেড়েই চলেছে। ফলে তারা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করে দোকান-পাট বন্ধ না রেখে সন্ত্রাস প্রতিরোধে লাঠি হাতে নিয়ে বাশিঁ বাজিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেছেন।