স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ দলের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে রোববার সকাল সাড়ে ৮টায় বাড্ডার নদ্দা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা।
এসময় পিকেটিং করার চেষ্টা চালালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধের চেষ্টা চালায়। এসময় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিল ও পিকেটিং এ বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি, ভাটারা থানা শিবির সভাপতি, গুলশান শিবির সভাপতিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাড্ডা থানার এসআই রহিম বলেন, ‘এ এলাকায় সকাল থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
শিবির আরো দাবি করেছে, সকাল ৯টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার আব্দুল্লাহপুর রেলক্রসিং এ মিছিল ও পিকেটিং করেছে উত্তরা অঞ্চলের শিবির নেতাকর্মীরা। এসময় দক্ষিণখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় একই সময়ে তেজগাঁওয়ের ইন্দিরা রোডে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। মহানগরী উত্তরের কলেজ সম্পাদকের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগরী আইটি সম্পাদক, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি, তেজগাঁও স্কুল থানা সভাপতিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তির সঙ্গে দু’টি মিছিল ও রাস্তায় জ্বালানো আগুনের ছবিও পাঠানো হলেও পুলিশের দাবি, ধাওয়া পাল্টা ধাওয়া বা কোনো মিছিলও হয়নি।