
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ পুরো বলিউড জুড়ে এখন একটায় গুজব প্রেমে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ! জনপ্রিয় বলিউড এই অভিনেত্রী নাকি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন।
গুজবটি আরো আলোচিত হয়ে উঠে যখন সম্প্রতি মুম্বাইয়ের এক বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায়। তবে নিজেদের প্রেমের ব্যাপারে মুখ খুলতে রাজি নন তারা।
যদিও এর আগে কারান জোহারের সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ কারান-এ অংশ নিয়ে আলিয়া বলেছিলেন, ‘সহশিল্পী ভারুন ধাওয়ান প্রেমিক হিসেবে ভালো হতে পারেন তবে স্বামী হিসেবে সিদ্ধার্থ হবেন সেরা!’ এখন দেখার বিষয় আলিয়া-সিদ্ধার্থর এই প্রেম কাহিনী কতটুকু গড়ায়।