স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ফুটবল মাঠে নিজের শৈলী দেখিয়ে এক দশক ধরে সমর্থকদের মন ভরে দিয়েছেন। একের পর এক রেকর্ড অতিক্রম করে যাচ্ছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আর এবার নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি তার সামাজিক গণ মাধ্যম ইনস্টাগ্রামে ১০ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন। এদিন তিনি তার জার্সিতে ১০ মিলিয়ন লিখে তা উদযাপন করলেন। পরে তার পেজে সমর্থকদের উদ্দ্যেশ্য করে লিখেন, ‘লিওমেসির ১০ মিলিয়ন ফলোয়ার’ সাবাইকে অসংখ্য ধন্যবাদ।
এদিকে চারবারের ব্যালন ডি’অর জয়ী ১০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গেলেও ফুটবলারদের মধ্যে এ তালিকায় তিনি তৃতীয়। এ তালিকায় ১৫.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম স্থানে আছেন ব্রাজিল অধিনায়ক ও মেসির সতীর্থ নেইমার। আর ১২.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এর আগে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সার ৫-২ গোলে জয়ের ম্যাচে মেসি একটি গোলের পাশাপাশি নেইমার ও লুইজ সুয়ারেজকে দিয়ে আরো দুটি গোল করান।