স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির গণিত পরীক্ষার সময় নকল করার অপরাধে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ৬ জন ও দিনাজপুরে ১ জন পরীক্ষার্থী রয়েছে।
শুক্রবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার অনুষ্ঠিত গণিত পরীক্ষার সময় নকল করার অপরাধে ৮ জনকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮৫ জন ও ছাত্রী ৬১ হাজার ৮৬৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার ৬৪০ জন ও অনিয়মিত ৭ হাজার ২২১ জন।