বাড়িঅন্যান্যনওগাঁয় ১৪ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁয় ১৪ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

image-fee21fbb0bc1486423756fb2b8c350d32f3fcbf09c082ae96a7ba4e85cb38a12-V

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নওগাঁর মহাদেবপুরে একটি আমবাগান থেকে ১৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

আজ বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে মূর্তি উদ্ধার করা হয়।

১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, প্রাচীন নিদর্শন ওই কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি মহাদেবপুরে একটি আমবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতিরা মূর্তিটি পাচারের জন্য সেখানে রেখেছিল। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img