সময় সংবাদ বিডি,নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রাম থেকে ২টি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের একটি টিম ক্রেতা সেজে কলমুডাঙ্গা গ্রামে অস্ত্র কিনতে যায়।
এসময় অস্ত্র ব্যবসায়ী সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল লতিফ (৩০) ও আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম (২৬) র্যাব সদস্যদের কাছে বিক্রির জন্য অস্ত্র দেখালে র্যাবের টিম তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে সাপাহার থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।