স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ৪১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭২ রান। সর্বশেষ কাইল অ্যাবোটের করা পরপর দুই ওভারে দুই উইকেট হারায় আইরিশরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে দ. আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলে ৪১১ রান।
প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন ওপেনার হাশিম আমলা এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। এছাড়া রাইলি রুশো করেন অপরাজিত ৬১ রান (৩০ বলে) এবং ডেভিড মিলার করেন অপরাজিত ৪৬ রান (২৩ বলে)।
আমলা এবং ডু প্লেসিস বিশ্বকাপে দ. আফ্রিকার হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন।
ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেয়েছে আইরিশরা।