স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি জোটের চলমান অবরোধের মধ্যে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি তিনি টানা হরতাল প্রত্যাহারের জোর আহ্বান জানিয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদ্রাসা বোর্ডে হয়েছে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।
এদিকে রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। রোববার হরতালের মধ্যে পড়া রোব ও মঙ্গলবারের পরীক্ষা নির্বিঘ্ন করতে শিক্ষামন্ত্রী বলছেন, আশা করি ন্যূনতম মানবিক মূল্যবোধ তাদের মধ্যে রয়েছে। তারা হরতাল প্রত্যাহার করে নেবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি(আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২(১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।
আর মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।
সকালে ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামে গিয়ে কলেজিয়েট স্কুল, মুসলিম উচ্চ বিদ্যালয়, মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।
এসময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সময় সংবাদ বিডিকে বলেন, হরতাল প্রত্যাহার না হলে বিকেলের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।