সময় সংবাদ বিডি ঢাকা || বন্যার কারণে বাজারে সরবরাহ কমসহ নানান অজুহাতে ১০ দিনের ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তায় মোট চালের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
মাএ এক সমাপ্ত আগেও, ৫০ কেজি বিআর -২৮ চাল
মিলেছে ২৬০০ টাকায় । আর এখন তা কেনার জন্য গুনতে হচ্ছে ২৯০০ টাকা। তবে চড়া দামে অপরিবর্তিত আছে চিকন চালের বাজার।
বিক্রেতাদের দাবি, ত্রাণের জন্য মোট চালের বাড়তি চাহিদা তৈরি হলেও , মিল থাকে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে না। তাই পাইকারিতে বিতরণের জন্য বস্তায়
চাল কিনছেন স্বেচ্ছাসেবীরা। ফলে বেড়ে গেছে পণ্যটির চাহিদা। আর এই বাড়িতে চাহিদার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।