বাড়িজাতীয়দেশের মাটিতে কোনো জঙ্গিবাদী কার্যক্রম চলতে দেওয়া হবে না

দেশের মাটিতে কোনো জঙ্গিবাদী কার্যক্রম চলতে দেওয়া হবে না

শেখ-হাসিনা

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ শনিবার সকালে হোটেল র‌্যাডিসনে আয়োজিত রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের কাছে আমরা কখনো মাথা নত করব না।

বিএনপি-জামায়াত জোট সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে তাদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। বাঙালি কখনো মাথা নত করেনি। করবেও না। দেশের মাটিতে কোনো জঙ্গিবাদী কার্যক্রম চলতে দেওয়া হবে না।

রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারা আগে কখনো হয়নি। বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো কয়েক শতাধিক মানুষ।

তিনি বলেন, ‘হিংস্র হায়েনাদের প্রতিহত করে দেশে শান্তি প্রতিষ্ঠিত করব। বিএনপি-জামায়াত সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

সরকার তাদের দমনে বদ্ধপরিকর। জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করবে। ইনশা আল্লাহ আমরা এ কাজে সফল হব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img