স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির দাম। লেনদেন হয়েছে মোট ৩৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, মবিল যমুনা, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, আরএকে সিরামিক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার, এসিআই, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ডেসকো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করে।
এছাড়া সিএসই-৩০ সূচক ১০২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।