বাড়িপ্রধান খবরদেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল শুরু

দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল শুরু

hortal_47059

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, ও গ্রেফতারে প্রতিবাদে ডাকা ‍টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ  শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ হরতাল কর্মসূচি।

একই সাথে ২৩ ফেব্রুয়ারি আগামীকাল সোমবার দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে জোটটি।

এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে ২০ দলীয় জোট।

তবে সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হলেও এই রিপোর্ট লিখা পর্যন্ত রাজধানীতে হরতাল সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। এদিকে ভোর থেকেই গাবতলী-সদরঘাট-যাত্রাবাড়ি, মিরপুর-যাত্রাবাড়ি, মোহাম্মদপুর-যাত্রাবাড়ি, আজিমপুর-গাজীপুর চৌরাস্তাসহ রাজধানীর বিভিন্ন রুটে অভ্যন্তরীণ বাস চলাচল করতে দেখা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img