নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার থেকে দেশব্যাপী চলছে ৭২ ঘণ্টার হরতাল চলছে।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
সকাল থেকে হরতাল সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাজধানীতে যান চলাচল অন্য দিনের মতো স্বাভাবিকই রয়েছে।
শনিবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।’
উল্লেখ্য, ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি থেকে আছেন।