স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশব্যাপী পূর্বঘোষিত ৭২ ঘণ্টা হরতালের সাথে আরো ৪৮ ঘণ্টা হরতাল বাড়ালো বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে হরতালের এই সময় বৃদ্ধির কথা জানান।
পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হলো।
এর ফলে টানা তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারী ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল দিলো বিএনপির নেতৃ্তবাধীন জোট।