আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর এলাকায় দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা হামলায় ট্রাক মালিক- চালক, হেলপারসহ ২ ব্যাক্তি মারাত্মক আহত হয়েছেন।
আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় কুমিল্লা থেকে সিলেট গামী ওই ট্রাকে (ট্রাক নং-ব্রাহ্মনবাড়িয়া- ০০-২২-এ) দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা হামলায় ট্রাকটি পুড়ে গিয়ে ওই আহতের ঘটনা ঘটে।
মারাত্মক অগ্নিদগ্ধ ট্রাকের হেলপার জজ মিয়া(৪০)’র শরীরের ৬০% পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক মোঃ জাকির হোসেন জানান।
অপর অগ্নিদগ্ধ ট্রাক চালক ও মালিক মনির হোসেন’র প্রায় ১০% পুড়ে গেছে।
রোডস এন্ড হাইওয়ে পুলিশের মিরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এস,আই) আবু জাহের জানান, মারাত্মক অগ্নিদগ্ধ জজমিয়ার অবস্থা আশঙ্কাজনক, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর ইউনিয়নের মইন গ্রামের সোনা মিয়ার পুত্র এবং ট্রাক চালক ও ট্রামের মালিক মনির একই জেলার বাড়িউড়া গ্রামের আবু তাহেরের পুত্র।
এব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান, রাত ৭টা ৫০মিনিটে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার ও মুরাদনগর সীমান্তে দুস্কৃতিকারীরা পেট্রোল বোমা হামলা চালালে ট্রাকের চালক ও হেলপার দু’জনই মারাত্মক দগ্ধ হন, ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।