বাড়িজাতীয়দেবীদ্বারে গোপন বৈঠক থেকে জামায়াত নেতা সহ গ্রেফতার ৬

দেবীদ্বারে গোপন বৈঠক থেকে জামায়াত নেতা সহ গ্রেফতার ৬

DEBIDWAR PICTURE - 6 JAMAYET SIBIR CADAR GREFTER- 08.02.15 (2)

মোঃ আকতার হোসেন,সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ কুমিল্লার দেবীদ্বারে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা বাস্তবায়নে গোপন বৈঠক চলাকালে এক জামায়াত নেতা ও ৫ শিবির ক্যাডারসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোবার সকাল ৬টায় উপজেলার ফরতহাবাদ ইউনিয়নের সুলতানপুর ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় জঙ্গীদের গোপন বৈঠক চলছে সংবাদ পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ওই গোপন আস্তানায় অভিযান চালায়।

অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখোলা গ্রামের আব্দুর রশিদ খানের পুত্র সুলতানপুর ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক জামায়াত নেতা মোঃ জাকির হোসেন খান (৩৩), নাল্লা গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র ও দেবীদ্বার উত্তরাঞ্চলের সাবেক ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ তৌফিকুল ইসলাম (২২), দেবীদ্বার উপজেলার নোয়াবগঞ্জ(কোটনা) গ্রামের মৃতঃ এবিএম নুরুল্লাহর পুত্র সুলতানপুর ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা শাখার শিবির সভাপতি এবিএম ওবায়দুল্লাহ সহ ছয় জনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।

এসময় পুলিশ ওই আস্তানায় তল্লাসী চালিয়ে বিপুল সংখ্যক জিহাদী বই, আয়-ব্যয়ের হিসাবের বই ও ভাউচার, টাকা আদায়ের রসিদ বই, ডায়েরী, নোট বুক, ম্যাগাজিন, হাজিরা খাতা, অডিট বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে।

মামলা তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম সময় সংবাদ বিডিকে জানান, ওই ঘটনায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) নুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক ৬জনসহ   অজ্ঞাতনামা ৩৮জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

রোববার বিকেলে তাদের কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান সময় সংবাদ বিডিকে বলেন, আটককৃতরা দেশের চলমান  অবরোধ-হরতাল সফলের সিদ্ধান্ত নিতেই জরুরী বৈঠকে মিলিত হয়েছিলেন। এ ছাড়াও তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলেওজানান তিনি ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img