আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ বিএনপি-জামায়েত জোটের ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে দেশ ও দেশের মানুষ রক্ষায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেবীদ্বার উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন।
রোববার বিকেলে ‘দেবীদ্বার নবাব স্যার গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে’ আয়োজিত বাংলাদেশ কৃষক লীগ দেবীদ্বার উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে আ’লীগ দেবীদ্বার উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপি- জামায়েত জোটের ডাকা হরতাল-অবরোধের আড়ালে দেশকে জঙ্গী- তালেবানী রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রে দেশী- বিদেশী শক্তি এক জোটে কাজ করছে। পেট্রোল বোমায় মানুষ পোড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। এ ষড়যন্ত্রের কবল থেকে দেশ, দেশের মানুষ এবং রাষ্ট্রের সম্পদ রক্ষায় সংগঠনের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভূদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। যারা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তারা জামায়েত- বিএনপির এজেন্ট।
সুতরাং এই মুহুর্তে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করে দালালদের কবল থেকে দেশ ও সংগঠনকে মুক্তি করা খুবই জরুরী।
সভায় একটি কুচক্রীমহল কর্তৃক দেবীদ্বার উপজেলা কৃষক লীগকে বিভক্তি করার ষড়যন্ত্রে পূর্বের কমিটি বহাল থাকা অবস্থায় নতুন আহবায়ক কমিটি ঘোষনা করে ষড়যন্ত্র মূলক বিভ্রান্তি সৃষ্টি করছে। সভায় সংগঠনের নেতা-কর্মীদের এ অশুভ পায়তারা প্রতিহত করার আহবান জানান।
বাংলাদেশ কৃষকলীগ দেবীদ্বার উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই বর্ধিত সভার উদ্ভোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যাপক মোঃ জয়দল হোসেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আ’লীগ দেবীদ্বার উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগ দেবীদ্বার শাখার যুগ্ম-সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগ সভাপতি শিরিন সুলতানা, জেলা কৃষকলীগ সদস্য সচিব জাহাঙ্গীর আলম ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগ সদস্য আব্দুল করিম ভূঞা, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাসেম ওমানী, উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক আলহাজ্ব সহিদল্লিাহ্ খাজা, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধূরী, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদক নাজমা আক্তার, উপজেলা সেচ্ছা সেবক লীগের সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল কাসেম, আবুল হোসেন, ছাত্রলীগ উপজেলা সভাপতি ইকবাল হোসেন রুবল, ছাত্রলীগ নেতা কামরুল খালেদ সুমন, মশিউর সুমন, সাদ্দাম হোসেন, সাকিল, বিল্লাল, দুলাল মিয়া প্রমূখ। বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।