বাড়িআন্তর্জাতিকদুই নেত্রীকে সংলাপের তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব

দুই নেত্রীকে সংলাপের তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব

ban-ki-mun

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

গতকাল মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।

ফারহান হক বলেন, মহাসচিবের নির্দেশনা অনুযায়ী জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সরকার ও বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপাতত তাঁর বাংলাদেশ সফরের কোনো পরিকল্পনা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img