স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দিনাজপুরে মুন্সিপাড়া এলাকার বুটিবাবুর মোড়ের একটি বাঁশের তৈরি বিভিন্ন মালামাল বিক্রির দোকান ১২টি পেট্রোল বোমাসহ দেবেন্দ্রনাথ রায় ও হারুনুর রশিদ নামে দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেশন-১ এর এএসপি বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুন্সিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় বাঁশের তৈরি সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে ১২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, রাতে কোথাও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য পেট্রোল বোমাগুলো মজুদ করা হয়েছিল।