স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ হরতাল- অবরোধে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিএনপি-জামায়াতের নয়জনসহ ২১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কর্মীদের মধ্যে চারজন বিএনপির ও পাচঁজন জামায়াতের কর্মী রয়েছে। বাকি ১২ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে আটক ব্যক্তিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।