বাড়িব্রেকিং নিউজদিনাজপুরে ট্রাকে আগুন ,শিবিরের সভাপতি আটক

দিনাজপুরে ট্রাকে আগুন ,শিবিরের সভাপতি আটক

dinajpur_map_216936075

সময় সংবাদ বিডি,দিনাজপুর:

২০ দলীয় জোটের ডাকা অনিদিষ্ট কালের অবরোধের ৪৭ তম দিন ও ৭২ ঘণ্টা হরতালের আগের রাতে দিনাজপুর শহরের বালুবাড়ী বিশ্বরোড এলাকায় একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দিনাজপুর সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি আবু বক্করকে (২৫) আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পেছনে বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর বিশ্বরোড হয়ে ফুলবাড়ীর দিকে যাওয়ার সময় মাল বোঝাই একটি ট্রাক বালুবাড়ী এলাকায় পৌঁছালে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে চালক ও সহকারী চালক (হেলপার) ট্রাক থেকে লাফ দেওয়ায় কেউ আহত হননি।

এ ঘটনায় জড়িত সন্দেহে দিনাজপুর সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি আবু বক্করকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img