সময় সংবাদ বিডি,দিনাজপুর :
দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার সংলগ্ন চাঁদপুর এলাকায় ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী চাচা-ভাতিজা দুই জন নিহত হয়েছে।নিহত ব্যাক্তিরা হলেন- আনোয়ার (৩৮) ও নিলু (৪৮)।
বুধবার সকাল সাড়ে ৭টায় এঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের বাড়ি পৌরসভা এলাকায় ঢেলুপাড়া এলাকায়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে বাইসাইকেলে চেপে চাচা-ভাতিজা কাজের সন্ধানে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।