সময় সংবাদ বিডি,কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-সরকারপুর সড়কের দৈয়াপাড়া এলাকায় বালু ট্রাক্টরের চাপায় পিষ্ঠ হয়ে মোহাম্মদ (৫) নামে এক শিশু নিহত হয়েছেন।
রোববার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উপজেলার দৈয়াপাড়া গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক্টর দ্রুত গতিতে ও এলোপাতাড়িভাবে চালিয়ে রাস্তার পাশে থাকা শিশু মোহাম্মদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করেছে।
এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. আসাদুজ্জামান আসাদ জানান, দুঘর্টনা ও নিহতের কোন সংবাদ এখনো পাইনি।