স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই থাইল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানিয়ে থাইদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন স্বাগতিকরা।
ম্যাচের ৫ মিনিটে মামুনুল ইসলাম ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। পাস দেন সোহেল রানাকে। তিনি বেশ কৌশলে শট নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।
পরের মিনিটে মামুনুল ইসলাম ডি-বক্সের বাইরে বল পেয়ে যান। তিনি শট নিলেও সেটা গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৯ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। মামুনুলের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল বাঁ পায়ের শটে থাইল্যান্ডের জালে জড়ান নাসির উদ্দিন। মাঠে উপস্থিত ২৭ হাজার দর্শকের আনন্দের জোয়ারে ভাসিয়ে ম্যাচের ৩৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন নাসির উদ্দিন।
তার এই গোলটি ম্যাচের বাকি সময়ে আর শোধ দিতে পারেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত নাসির উদ্দিনের গোলটিই ফাইনালের টিকিট পাইয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীদের।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় থাইল্যান্ড। পাশাপাশি বলের দখলও বাড়ায়। ম্যাচের ৪৯ মিনিটে আক্রমণ শানায় থাইল্যান্ড। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় রায়হান হাসান সেটিকে ব্যর্থ করে দেন। এরপর কর্নার থেকে উড়ে আসা বল দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক শহিদুল ইসলাম।
ম্যাচের ৫৯ মিনিটে থাইল্যান্ডের দারুণ একটি ফ্রি-কিক রুখে দেন শহিদুল ইসলাম। ৬২ মিনিটে হেমন্ত ভিনসেন্টের দুর্বল শট ধরে ফেলেন থাইল্যান্ডের গোলরক্ষক। ৭০ মিনিটে পাল্টা-আক্রমণে গোলের সুযোগ তৈরি করেও সফল হয়নি থাইল্যান্ড।
৭৬ মিনিটে হেমন্ত ভিনসেন্ট লম্বা শট নেন। তার শটটি গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।
ইনজুরি টাইমে থাইল্যান্ড মরিয়া হয়ে খেলার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ফলে ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।