স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ তৃতীয় দিনের মত চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল। লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার এ হরতাল শুরু হয়।
তবে রাজধানীতে হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বিভিন্ন যানবাহন।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের এ ঘোষণা দেন।
এদিকে, হরতাল-অবরোধে সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রোববার সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।