স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃতিস্তা নদীর পানিবণ্টন বিষয়ে পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বরফ গলতে শুরু করেছে।
পশ্চিমবঙ্গের দুই প্রভাবশালী মন্ত্রী দেশ টিভিকে জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে আলোচনার যে সূত্রপাত হয়েছে তা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শন, চলচ্চিত্র বিনিময়সহ অনেক আমীমাংসিত বিষয়েরই সমাধান হবে বলে মনে করেন তারা।
তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশের জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়াকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দাবি করে দুই মন্ত্রীই বলেন, জঙ্গি বা সন্ত্রাসবাদ দমনে পশ্চিমবঙ্গ সরকার অঙ্গীকারাবদ্ধ। তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। তার তিন দিনের এই সফরে সংস্কৃতিকর্মী, ব্যবসায়ীসহ সঙ্গী ছিলেন সতীর্থ মন্ত্রীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি মমতা খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীদের সঙ্গে। তিস্তার পানিবণ্টনসহ দুই দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গে সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।
মমতা সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী এই সফরকে ‘সফল’ হিসেবে অভিহিত করে বলেছেন, বরফ গলতে শুরু করেছে।
এখন পানির স্বার্থে দুই দেশের সম্পর্কও পানির মতো তরল ও সরল হবে বলে অভিমত দেন পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ববি ও পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু
বাংলাদেশের টিভি চ্যানেল পশ্চিমবঙ্গে প্রদর্শনের ব্যাপারে দুই দেশের প্রতিনিধি নিয়ে আলাদা কমিটি করা হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতারা।