স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃতিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে তার ওপর আস্থা রাখতে বাংলাদেশের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল (শনিবার) এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন তিনি।
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতায় বঙ্গবন্ধু ভবন নির্মাণ করা হবে জানিয়ে দুই দেশের সম্পর্ক আরো নিবিড় করতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
এপার-ওপার দুই বাংলারই ভাষা, সংস্কৃতি আচার-অনুষ্ঠান একই সূত্রে গাঁথা—উল্লেখ করে মমতা বলেন, যেসব জটিলতা দুই দেশের মধ্যে এখনও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, অচিরেই সেসবের সমাধান হবে।
স্থল সীমান্ত চুক্তি নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে উল্লেখ করে তিস্তা চুক্তি নিয়ে তার ওপর আস্থা রাখতে বললেন মমতা।
আলোচনার আগে বাংলাদেশের ভূয়সী প্রশংসা ও দুদেশের সম্পর্ক আরো নিবিড় করতে শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ভৌগলিক সীমানা থাকলেও দুদেশের মধ্যে মনের সীমানা খোলা রাখতে হবে।
এর আগে ইন্দোবাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা। এ সময় তাদের উদ্দেশে বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বিভক্তি আনা যায়না।
উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণেই তিস্তা চুক্তি হতে পারেনি। তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার ঢাকা আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে মমতা ওই সফর বাতিল করায় তিস্তা চুক্তি আটকে যায়।
তবে এবার মমতার এই সফর তিস্তা নিয়ে অনেক আশার জন্ম দিয়েছে। সফরের প্রথম দিনেই দুই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময়ে দুদেশের অমিমাংসিত বিষয়গুলো উঠে আসে।