আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুরে মজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও নিহতের স্ত্রী বিউটি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বলরামপুর গ্রামের মজিবুর রহমান নামের এক ব্যক্তি হার্টেও সমস্যা নিয়ে গত ১ মার্চ ঢাকা মেডিক্যালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর লাশ নিয়ে নিহতের স্ত্রী বিউটি বেগম গত বুধবার তিতাস থানায় এসে ৮জনের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা রুজু করেন।
মামরার এজাহারে উল্লেখ করা হয় তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে বিবাদী পক্ষ দাবী করেন তার মৃত্যু কোন ধরনের আঘাতের কারণে হয়নি এবং তাদের সাথে কোনরূপ ঝগড়াও বাধেনী তবে জমি সংক্রান্ত বিরোধের কারনেই স্বামীর স্বাভাবিক মৃত্যু নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা ষড়যন্ত্র চালাচ্ছে।
এ বিষয়ে বিবাদী পক্ষ বলেন, মজিবুর রহমান স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় এবং তারা সাংবাদিকদের তার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালের ব্যবস্থাপত্র দেখান।
এই বিষয়ে তিতাস থানার ওসি তারেক মোঃ আঃ হান্নান জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে মামলা রুজু করেছেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।