বাড়িঅপরাধ ও দুর্নীতিতরিকুল ইসলামের বাড়িতে ককটেল নিক্ষেপ

তরিকুল ইসলামের বাড়িতে ককটেল নিক্ষেপ

toriqul
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য  তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির দুই নেতার বাড়ি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে এসব বোমা হামলার ঘটনা ঘটে।

তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানান, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা ছোড়ে। তিনটি বোমা বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে একই সঙ্গে বিস্ফোরিত হয়। এরপরই ঘরের সামনে আরো দুটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।

তরিকুল ইসলামের বাড়ি ছাড়াও একই রাতে যশোর শহরে বিএনপির আরো কয়েক নেতার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন ও তার ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়িসহ দড়াটানা চৌরাস্তা, গাড়িখানা জজকোর্ট মোড়, স্টেডিয়ামপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img