বাড়িশিক্ষাঙ্গনঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক ছাত্রদলের

ঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক ছাত্রদলের

dhaka-1423297107

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃসহাবস্থান নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোববার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান প্রেরিত এবং ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্বিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য আল্টিমেটাম দিলেও তার কোনো সুফল সরকারি ছাত্র সংগঠন ব্যতীত অন্য কেউ পায়নি। এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন ‘দলকানা’ উপাচার্যের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন।

 

বিবৃতিতে বলা হয়, ঢাবিতে এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না। এখন সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাবি কারো পৈতৃক সম্পত্তি নয়। এখানে অধিকার রয়েছে সকল মতের ছাত্রদের সমান সুযোগ-সুবিধা ভোগ করার। তাই যতদিন পর্যন্ত সকল সাধারণ ছাত্র-ছাত্রীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ছাত্র ধর্মঘট চলবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img